মিরসরাইয়ের জোরারগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২০২২ ডিসেম্বর ২৩, ১০:৩০ পূর্বাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে ১০ দিনব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিজয়মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয়মেলার উদ্বোধন করেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।

 

বিজয়মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার স্বপক্ষে আজ আমরা ঐক্যবদ্ধ। বিজয়মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চর্চায় জনমত তৈরি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

মুক্তিযুদ্ধের বিজয়মেলার প্রধান সমন্বয়ক রেজাউল করিম মাষ্টার বলেন, প্রতিদিন মেলার মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বিষয়ভিত্তিক আলোচনা, মুক্তিযুদ্ধের কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যানুষ্ঠানের আয়োজন রয়েছে।

 

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি কবির আহম্মদের সভাপতিত্বে মোশাররফ এইচ সাগরের সঞ্চালনায় বিজয়মেলা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন, যুগ্ন সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, রেজাউল করিম মাষ্টার, রেজাউল করিম হুমায়ূন, নুরুল মোস্তফা, কামরুল হায়দার চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ করিম রানা। এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাড়াও জেলা-উপজেলা নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


- নাছির উদ্দিন/মিরসরাই 

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework