উপজেলা প্রশাসনের আয়োজনে সীতাকুণ্ডে ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়া

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ মে ৩০, ০১:৪৫ অপরাহ্ন

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এর আয়োজনে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর বাস্তবায়নে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতায় মহড়া এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক প্রেরিত গিয়ার বিতরণ সম্পন্ন হয়।

 

২৯ মে সোমবার সীতাকুণ্ডস্থ বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

 

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আমম দিলসাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল ব্বারী, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম পিন্টু, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সাল, সিপিপি চট্টগ্রামের উপ পরিচালক হাফিজুর রহমান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দিদারুল আলম বলেন, সমুদ্র উপকূলীয় উপজেলা সমূহে সবসময় এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মাঝে দুর্যোগ সম্পর্কে জ্ঞান এবং প্রচার বেগবান হবে। আমার প্রত্যেকটি ইউনিয়নের মানুষকে সচেতন করে তাদেরকে নিজ উদ্যাগে দুর্যোগ মোকাবেলার সাহস দিতে হবে।

 

উদ্বোধকের বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আর্ত মানবতার সেবায় নিয়োজিত সিপিপি ও রেড ক্রিসেন্ট সবসময় মানুষের কল্যাণে কাজ করছে। দুর্যোগ প্রস্তুতিতে মহড়াই দুর্যোগ মোকাবেলার প্রধান হাতিয়ার। দুর্যোগে আমাদের প্রত্যেককে মনোবলকে দৃঢ় রাখতে হবে।

 

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কুমিরা ফায়ার সার্ভিস, সিপিপি সীতাকুণ্ড ও যুব রেড ক্রিসেন্ট সীতাকুণ্ড উপজেলা ইউনিটের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে স্বেচ্ছাসেবকদের সোসাইটি কর্তৃক প্রেরিত গিয়ার সামগ্রী ও মহড়ায় অংশগ্রহণকারীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।


- মা.সো.


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework