আনোয়ারায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ আগস্ট ১০, ০২:২১ অপরাহ্ন

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ মোতাবেক রাত ৮টার পর দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও দেদারসে খোলা রাখা হচ্ছে দোকানপাট। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১০ দোকানিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

 

৯ অগাস্ট রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত উপজেলার চাতরী বাজারে এ ভ্রাম্যমাণ আদালত চলে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন। এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করায় প্রমান সাপেক্ষে এক বাস চালককে ২০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট । 

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রচারণা চালানো হয়েছে। তারপরও ব্যবসায়ীরা দোকান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়েছে। তাছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় এক গাড়ি চালককে ২০০০ টাকা জরিমানা করা হয়। সরকারি আদেশ না মানলে এই ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।


- রানা সাত্তার / আনোয়ারা

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework