শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ চট্টগ্রাম পর্বের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ জানুয়ারী ০৩, ১২:১২ অপরাহ্ন

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ আন্তঃউপজেলা চট্টগ্রাম পর্বের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

 

২ জানুয়ারি সোমবার সকালে নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর ও লেফটেন্যান্ট কর্ণেল মো. মনির-উজ-জামান, পিএসসি । 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস সহ-সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ আন্তঃউপজেলা চট্টগ্রাম পর্বের কো-অর্ডিনেটর মো. হাফিজুর রহমান। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিজেকেএস এর সহ-সভাপতি মু. মাহমুদ উল্লাহ মারুফ, সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও যুব গেমস-এর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের বিভাগীয় পর্যবেক্ষক নজরুল ইসলাম লেদু, সিডিএফএ  সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, আ.ন.ম ওয়াহিদ দুলাল, এ.কে.এম আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিজেকেএস ও সিডিএফএ  কাউন্সিলরবৃন্দ, অংশগ্রহণকারী চট্টগ্রামের ১৫টি উপজেলার খেলোয়াড়, কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


- মা.ফা


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework