মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৪ মে ০১, ০৫:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে। মালিক ও শ্রমিক উভয় বাঁচলে অর্থনীতি সমৃদ্ধ হবে, দেশ এগিয়ে যাবে।

 

১ মে বুধবার শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এ প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন ও সমাজকল্যাণ কেন্দ্র এবং শ্রম অধিদপ্তরের যৌথ আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর কে স্কয়ার কনভেনশন হলে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিভাগীয় কমিশনার আরো বলেন, এখন গরু দিয়ে আর হাল চাষ করা হয় না, শ্রমিক দিয়ে মাটি কাটা হয় না, নির্মাণ শ্রমিক দিয়ে ইমারত নির্মাণ সামগ্রী উঠানো নামানো হয় না। সে জায়গাগুলো কলের লাঙ্গল ট্রাক্টর, এস্কেভেটর মেশিন কিংবা ক্রেইন দখল করে নিয়েছে। তবে সেসব কাজে ব্যবহৃত কোন শ্রমিক বেকার হয়ে যায়নি। তারা যুগের সাথে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের কর্মক্ষেত্রে সম্পৃক্ত রেখেছে। সুতরাং নিজেদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।



 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দিন রাত কাজ করে যাচ্ছেন। তিনি উদ্যোক্তাদের পাশাপাশি শ্রমিকদের প্রাপ্য মর্যাদা ও সম্মান অক্ষুন্ন রাখতে কাজ করেছেন। দেশের গরীব দুঃখী মেহনতী মানুষদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছেন। এসময় তিনি গার্মেন্টস শ্রমিকদের সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসতে বিজিএমইএ ও বিকেএমইএ-এর কর্মকর্তাদের অনুরোধ জানান।

 

বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় মালিকপক্ষে বিজিএমইএ-এর ভাইস চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম , বিকেএমইএ-এর পরিচালক ফাইজুল ইমরান খাঁন, দি চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ্ এবং শ্রমিকপক্ষে বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, বীর মুক্তিযোদ্ধা শফি বাঙালী প্রমূখ বক্তৃতা করেন।

 

আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর ওয়াসা মোড় থেকে শুরু হয়ে কে স্কোয়ারে এসে শেষ হয়।


- মা.ফা.


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework