মাহে রমজানকে
স্বাগত জানিয়ে বিগত দিনগুলোর গ্লানি কাটিয়ে মহান রাব্বুল আলামিনের নিকট ইহকাল এবং পরকালীন
কল্যাণ কামনায় ফাগুন টেলিভিশনের উদ্যোগে কোরান খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা
হয়। একইসাথে ইহকালের মায়া কাটিয়ে অনন্তকালের যাত্রায় পাড়ি দেয়া প্রিয় স্বজনদের আত্মার
মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
২২ মার্চ মঙ্গলবার
বাদ আসর চট্টগ্রাম নগরীর লাভলেইন এপিক টাওয়ার অফিসে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এ দুঃসময়ে স্বল্পআয়ের মানুষদের
দুর্দশা লাঘবে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ফাগুন টেলিভিশনের প্রধান নির্বাহী
জামাল হোসাইন মনজু। একইসাথে রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি অমুসলিম নাগরিকদের স্বাভাবিক
জীবনযাত্রায় যাতে কোন বিরূপ প্রভাব না পড়ে, সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি আহ্বান
জানান তিনি।
ফাগুন টেলিভিশনের
ব্যবস্থাপনা সম্পাদক অভ্র হোসাইন বলেন, মহান আল্লাহ্ পবিত্র মাহে রমজানে আমাদের সকলকে
সুস্থ দেহে সিয়াম সাধনার এবং এর তাৎপর্য্য সম্যক উপলব্ধি করার তওফিক দান করুন। এসময়
তিনি রমজানে নিত্যপণ্যে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা এবং অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য
বিক্রয় ও ভেজাল রোধে স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানান।
অনাড়ম্বর এই আয়োজনে
অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে জেনারেল ম্যানেজার মাঈনুদ্দিন সোহেল রমজানের
দিনগুলোতে সবার সুস্বাস্থ্য এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি কামনা করেন।
ফাগুন টেলিভিশনের কর্মকর্তা ও অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
- ই.হো.