পশ্চিম পাকিস্তানিরা
যখন বুঝতে পারলো আমাদের সাথে যুদ্ধে তারা আর টিকতে পারবে না সে সময় তারা আমাদের বুদ্ধিজীবীদের
নিয়ে গিয়ে হত্যা করে। পাক হানাদার বাহিনীর নিষ্ঠুরতা এবং বর্বরতা থেকে দেশকে মুক্ত
করার জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করতে
পারছি। টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম (টিসিজেএ)-এর উদ্যোগে মহান
বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জাতীয় মহিলা সংস্থা
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব।
১৩ ডিসেম্বর মঙ্গলবার
সন্ধ্যায় নিজস্ব কার্যালয়ে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি
শফিক আহমেদ সাজিবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম
সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক
বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময় আমাদের দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা যুদ্ধে
বঙ্গবন্ধু যে ভূমিকা রেখেছিলেন তা অনস্বীকার্য। এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে
আমাদের স্বাধীনতার পক্ষে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিসিজেএ সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, সহ-সাধারণ সম্পাদক বাবুন পাল, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য সঞ্জীব দে বাবু, হাসান উল্ল্যাহ ও মো. পারভেজ রহমান।
- ই.হো