সন্ধীপ উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা রনজিৎ চন্দ্র দাশ (৭১) গত ১৫
আগস্ট সোমবার পরলোকগমন করেছেন। প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম জেলার সন্ধীপ
উপজেলার মুছাপুর নিবাসী প্রয়াত ক্ষিতিশ চন্দ্র দাশের পুত্র। মৃত্যুকালে তিনি
স্ত্রী, ১ মেয়ে, ২ পুত্র, ১ পুত্রবধু, ৫ নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও
গুনাগ্রাহী রেখে গেছেন।
একইদিন দুপুর আড়াইটায়
আগ্রাবাদ বহুতলা সরকারী কলোনী মাঠে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
প্রতীক দত্তের নেতৃত্বে ডবলমুরিং থানা পুলিশের একটি চৌকষ দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা
রনজিৎ চন্দ্র দাশকে রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান
করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে প্রয়াতের পুত্র-কন্যার হাতে একটি শোক
ক্রেস্ট তুলে দেয়া হয়। এরপর রাত ৮টায় নগরীর বলুয়ার দীঘির পাড়স্থ অভয় মিত্র
মহাশ্মাশানে প্রয়াতের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়। সৎকার অনুষ্ঠানে বীর
মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা রনজিৎ
চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা
জ্ঞাপন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর
মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
একেএম সরোয়ার কামাল দুলু, মহানগরীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক
চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী
কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত) ও আগ্রাবাদ বহুতলা সরকারী কলোনী
সমিতির নেতৃবৃন্দ।
- অ.হো