জনগণ গত নির্বাচনে আগামী নির্বাচন পর্যন্ত বর্তমান সরকারকে
দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। কাজেই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না এবং দেশ
পরিচালনা করবে কি করবে না তা ঠিক করবে দেশের জনগণ - অন্য কেউ নয়।
১৮ মার্চ শনিবার চট্টগ্রামের বাকলিয়াস্থ মৌসুমি আবাসিক এলাকায়
আরসিসি ড্রেনসহ রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ সমাপ্তির পর উদ্বোধনকালে একথা বলেন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিএনপি মহাসচিবের সরকারকে টেনে নামানো ও সুপ্রিম কোর্টের
নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, আমরা ২০০৯
সালে সরকার গঠনের পর থেকেই বিএনপি সরকারের পতনের জন্য নানা ষড়যন্ত্র করে আসছে।
তারা চৌদ্ধ বছর ধরে সরকারকে টেনে নামাতে চাচ্ছে। সরকারকে টেনে নামাতে গিয়ে দড়ি
ছিঁড়ে তারাই পড়ে গেছে। টেনে নামাতে গিয়ে তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের
আন্দোলনের এসব হুমকি ধামকি এখন জনগণের নিকট হাস্যকর ও কৌতুক হয়ে দাঁড়িয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম
চৌধুরী বলেন, এই ড্রেন নির্মাণ ও সংস্কারের ফলে এ এলাকায় জলাবদ্ধতা অনেকাংশে নিরসন
হবে। এ শহরে পৌনে এক কোটি লোক বসবাস করে। সবাই যদি ড্রেনে গৃহস্থালির ময়লা পলিথিন
ফেলে তাহলে সিটি কর্পোরেশনের একার পক্ষে সব পরিস্কার করা সম্ভব হবে না। কাজেই
শহরকে সুন্দর ও বাসযোগ্য করার জন্য এর নাগরিকদের দায়িত্ব পলন করতে হবে। সকলকে
সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য
১.২ বিলিয়ন অর্থ বরাদ্ধ দিয়েছেন। ঢাকা শহরেও এত পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।
কাজেই সকলে দায়িত্ব পালন করলে শহর বাসযোগ্য ও আধুনিক হবে।
তিনি আরো বলেন, এ প্রকল্প বাস্তবায়নের ফলে মৌসুমি আবাসিক
এলাকাসহ আশেপাশের বেশ কয়েকটি আবাসিকের জলাবদ্ধা দুর হবে। জলাবদ্ধতা নিরসনে শহরে
অনেক প্রকল্প চলমান আছে। আশা করা যায় আগামী বর্ষায় জলাবদ্ধতা কমে আসবে। তবে
নগরবাসীকে দায়িত্ব পালন করতে হবে।
স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম, সংরক্ষিত কাউন্সিলর শাহিন আক্তার রোজীসহ বেশ কয়েকজন কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
- মা.ফা.