জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে কখনো এদেশের মহান স্বাধীনতা ও বিজয় অর্জিত হতো না।
যাঁর নেতৃত্বে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি আজ তাঁরই সুযোগ্য কন্যা মাননীয়
প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত
বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হবো। চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা
সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন এ কথা বলেন।
৩ ডিসেম্বর শনিবার
সকালে নগরীর নিউমার্কেট মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর, জেলা ইউনিট
ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর ও জেলা শাখা আয়োজিত ‘সংগ্রামে-আন্দোলনে-গৌরব
গাথাঁয় শেখ হাসিনা’ শীর্ষক ২ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর
উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
প্রধান অতিথি
আরো বলেন, মাথাপিছু আয় ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ সকল ক্ষেত্রে সফলতা এসেছে। বাংলাদেশ
থেকে উৎপাদিত ঔষধ বিশ্বের ১২০টি দেশে যাচ্ছে। মেগা ও বড়-ছোট প্রকল্পের প্রত্যেকটি উন্নয়ন
কর্মকান্ড দৃশ্যমান। আমরা সকলে সরকারের উন্নয়নের মহাসড়কে সামিল হলে ২০৪১ সালের মধ্যেই
বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হবো।
অনুষ্ঠানের সমন্বয়কারী সাহাবউদ্দিন মজুমদার রচিত মহান স্বাধীনতা ও বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী মনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, মহানগর ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জেলার সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম আলাউদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. নূর উদ্দিন প্রমূখ।
- মা.ফা