আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে
চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে তিনদিনব্যাপী ‘ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল এক্সপো ২০২২’। এতে অংশ নিচ্ছে
ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৭০ জন উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার,
নামী-দামি ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি বিশেষজ্ঞরা।
এম অ্যান্ড এম বিজনেসের সিইও মানজুমা
মোর্শেদ বলেন, নিত্যনতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে ও আধুনিক লাইফস্টাইল সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর
মধ্যে ছড়িয়ে দিতে, তথা উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে এ এক্সিবিশনের
আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনীর মাধ্যমে উদ্যোক্তারা যেমন হালের ফ্যাশন ও লাইফস্টাইল
ক্রেতাদের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হবেন, ঠিক তেমনি উদ্যোক্তাদের বিগত বছরগুলোতে স্থবির
হওয়া ব্যবসায়ও গতি ফিরে আসবে।
আজ প্রধান অতিথি হিসেবে ফ্যাশন
অ্যান্ড লাইফ স্টাইল এক্সপো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন চিটাগং চেম্বার অফ কমার্স
অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম। বিশেষ অতিথি থাকবেন মাটি-টা’র চেয়ারম্যান ডা. মুনাল মাহবুব। পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম প্লাটিনাম স্পন্সর
মালিহা ইব্রাহিম স্টুডিও অ্যান্ড সেলুন, গোল্ড স্পন্সর খাদি ঘর এবং ব্রোঞ্জ স্পন্সর
ভেনেটো ফার্নিচার।
এ প্রদর্শনীর উল্লেখযোগ্য দিক
হলো, অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় সকলেই নারী উদ্যোক্তা। আজ, আগামীকাল শুক্রবার
ও পরশু শনিবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এই এক্সপো সকলের জন্য খোলা থাকবে।