চট্টগ্রামে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ ডিসেম্বর ১৭, ০১:১৫ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সরকারি, বেসরকারি, রাজনৈতিক ও সমাজসেবী সংগঠনসহ সকল শ্রেণী পেশার মানুষ ।



 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, এই মাহেন্দ্রক্ষণে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশ ইতিমধ্যে নিন্ম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বিশ্ব ছাড়িয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে বাংলাদেশের পতাকা বহন করছে। কর্ণফুলীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধান সহায়ক ভূমিকা পালন করছে। চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০ হাজার একর ভূমি নিয়ে তৈরি করা হয়েছে দেশের সর্ববৃহৎ ইন্ডাসট্রিয়াল পার্ক বঙ্গবন্ধু শিল্পনগর। মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের দৃঢ় অঙ্গীকার হচ্ছে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ এর মধ্যে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশে রূপান্তর করা।

 

পরে তিনি প্যারেড পরিদর্শন ও কূচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। এসময় বাংলাদেশ পুলিশ, আনসার, কারারক্ষী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিস, গ্রাম রক্ষা বাহিনী, মেরিন ফিসারিজ একাডেমি, বিএনসিসি, স্কাউটস, যুব রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা বর্ণাঢ্য কূচকাওয়াজে অংশ নেয়।

 

সকাল ১১.৩০ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একডেমী প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান আনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে ৩০৩ জন মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

 

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে বর্ণাঢ্য কূচকাওয়াজ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানসমূহে পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, চট্টগ্রাম পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্, মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সরোয়ার কামাল বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।


- মা.ফা 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework