চট্টগ্রামে আরো এক ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে, এবং সে একজন শিশু। গতকাল
বুধবার ভোরে নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে শিশুটি মৃত্যুবরণ
করে।
মৃত মিফতাহুল জান্নাত (৯) নগরের জামালখান এলাকার বাসিন্দা।
পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম বলেন, মঙ্গলবার রাতে এক
শিশু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত
হয়। তবে বুধবার ভোরে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ নিয়ে বন্দরনগরীতে চলতি মৌসুমে এপর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট ৬ জনের মৃত্যু
হল।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ
তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২৪ জন
ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছয়শ ছাড়িয়েছে।
গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৫ জন রোগী চিকিৎসাধীন বলেও জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
উল্লেখ্য, ২১ ও ২২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়। এদের মধ্যে
দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।