চট্টগ্রামে উদ্বোধন হলো বিভাগীয় ইনোভেশন শোকেসিং-২০২২

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ Jun ০৬, ০১:১৩ অপরাহ্ন

ইনোভেশন নতুন কোন কিছু নয়। সৃষ্টির পর থেকেই ইনোভেশন চলছে। আমরা প্রতিটি কর্মের মাধ্যমে ইনোভেশনের মধ্যদিয়ে যাচ্ছি। ইনোভেশন এর অর্থ হচ্ছে বদল আনা। মানুষ পরস্পর পরস্পরকে ভালবাসে, আর মানুষকে ভালবাসে বলেই প্রতিনিয়ত নিজেকে বদলাতে হয় দেশ ও দেশের মানুষের কল্যাণে। চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের আয়োজিত ইনোভেশন শোকেসিং-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি জনপ্রশাসনের আতিরিক্ত সচিব মোহাম্মদ নবীরুল ইসলাম এসব কথা বলেন।



৫ জুন রবিবার নগরীর এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে দুইদিনব্যাপী বিভাগীয় ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে জাতির ইনোভেটর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে আরো বলেন, ১৯৬৬ সালে ছয়দফা দাবি উত্থাপনের মাধ্যমে সমগ্র বাঙালি জাতির মনকে বদলে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালি জাতির মনকে বদলাতে পেরেছিলেন কারণ তিনি দেশের মানুষের চাহিদার কথা বুঝতে পেরেছিলেন। ছয়দফা ছিল বাঙালি জাতির প্রধান ইনোভেশন। জাতির পিতা আমাদের উদ্দেশ্যে একটি কথা বলে গেছেন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জিত না হলে ভৌগোলিক স্বাধীনতা বিপন্ন হয়। ভৌগোলিক স্বাধীনতা অর্জনের জন্য আমরা মূল্য হিসেবে ৩০ লক্ষ তাজা প্রাণ ও ২ লক্ষ মা-বোনের সম্মানের বিনিময়ে আমরা ভৌগোলিক স্বাধীনতা অর্জন করেছি। এখন আমাদের ভৌগোলিক স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার জন্য দরকার অর্থনৈতিক মুক্তি।


চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ইনোভেশন শোকেসিং-এ চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ইনোভেশন টিম অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগমসহ চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


- সংবাদ বিজ্ঞপ্তি

- মা ফা/ জা হো ম  


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework