শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ আন্তঃউপজেলা চট্টগ্রামের ফুটবল বাছাই কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ জানুয়ারী ০৭, ০১:১০ অপরাহ্ন

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ আন্তঃউপজেলা চট্টগ্রামের ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

বাছাই কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।

 

৫ জানুয়ারী বৃহস্পতিবার সকালে এম.এ আজিজ স্টেডিয়ামে শুরু হওয়া বাছাই কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ আন্তঃউপজেলা চট্টগ্রাম পর্বের কো-অর্ডিনেটর মো. হাফিজুর রহমান, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ সভাপতি এস.এম শহীদুল ইসলাম ও সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল সম্পাদক মো. শাহজাহান, সিজেকেএস কাউন্সিলর ডা. সাইফুল ইসলাম, এনামুল হক, সাইফুল আলম বাপ্পি, মো. ওসমান গণি রানা, সিডিএফএ কাউন্সিলর সালাউদ্দীন জাহেদ, অংশগ্রহণকারী উপজেলার খেলোয়ার ও কর্মকর্তাবৃন্দ।


- মা.সো

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework