জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চট্টগ্রামে টেবিল টেনিস প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। টেবিল টেনিস কমিটি কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মসূচী ২০২২-এর শুভ উদ্বোধন করেন নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল।
২৭ আগস্ট শনিবার নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেকেএস নির্বাহী কমিটির সহ-সভাপতি ও টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।
টেবিল টেনিস কমিটির সম্পাদক মো.হারুন রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মো.দিদারুল আলম, জেলা ক্রীড়া শিক্ষা অফিসার হারুন অর রশিদ, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী সদস্য সাইফুল আলম বাপ্পী, টেবিল টেনিস কমিটির যুগ্ম সম্পাদক সনজিব কুমার সেন, সদস্য গাজী লোকমান হাসান চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীবৃন্দ।
- নূ.বা