রাশিয়ার আক্রমণে ইউক্রেনে প্রায় ১০ লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎসংযোগহীন

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ অক্টোবর ২৩, ০৩:৩৮ অপরাহ্ন

ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলার কারণে প্রায় ১০ লাখেরও বেশি বাড়িঘরে কোন বিদ্যুৎ সরবরাহ নেই।


শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের ডেপুটি প্রধান কিরিলো টিমোশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এখন পর্যন্ত খমেলনিটস্কি অঞ্চলে ৬ লাখ ৭২ হাজার গ্রাহক, মাইকোলাইভ অঞ্চলে এক লাখ ৮৮ হাজার ৪শ, ভোলিন অঞ্চলে এক লাখ দ্ইু হাজার, চেরকাসি অঞ্চলে দুই লাখ ৪২ হাজার, রিভনে অঞ্চলে এক লাখ ৭৪ হাজার ৭৯০, কিরোভোগার্ড অঞ্চলে ৬১ হাজার ৯১৩ এবং ওডেসা অঞ্চলে ১০ হাজার ৫শ বাড়িঘরে বিদ্যুৎসংযোগ নেই।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো জানান, বিদ্যুৎ অবকাঠামোয় হামলার পরেও রাশিয়া রাতে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে। এসময় জেলেনস্কি দাবি জানান, রাশিয়া ৩৬ বার রকেট হামলা চালিয়েছে যার অধিকাংশই ভূপাতিত করা হয়েছে।

 

- অ.হো

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework