যুক্তরাষ্ট্র-চীনের সহযোগিতা ছাড়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলো সমাধানের ‘কোন ‌উপায়’নেই

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ আগস্ট ০৬, ০৬:০৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সহযোগিতা ছাড়া বিশ্বের বিভিন্ন বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তাইওয়ান প্রশ্নে এ দুই পরাশক্তির সম্পর্ক একেবারে বিপরীতমুখী হওয়ায় তিনি এমন মন্তব্য করেন। ৬ আগস্ট গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ মহাসচিব  মনে করেন যে এ দুই দেশের মধ্যে কার্যকর সংলাপ ও সহযোগিতা ছাড়া বিশ্বের গুরুত্বপূর্ণ সকল সমস্যা সমাধানের কোন উপায় নেই।’
জলবায়ু থেকে শুরু করে সামরিক আলোচনার গুরুত্বপূর্ণ ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার অবসানে চীনের সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

খবর এ এফপি’র।

 

- মনজু জে হোসাইন 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework