যুক্তরাষ্ট্রের
দক্ষিণাঞ্চলীয় মিসিসিপি অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় বন্দুকধারীর একের পর এক
গুলিবর্ষণে নিহত হয়েছে ৬ জন। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার এএফপি’র
এক সংবাদ মাধ্যমে এ তথ্য জানা যায়।
পুলিশকে উদ্ধৃত করে টেনেসির পার্শ্ববর্তী মেমফিসের গণমাধ্যমে পরিবেশিত খবরে জানা যায়, বর্তমানে নিরাপত্তা হেফাজতে থাকা এক ব্যক্তি ছোট শহর আরকাবুতলার একটি দোকানে এক ব্যক্তিকে গুলি করে তারপর কাছের একটি বাড়িতে গিয়ে সে এক মহিলাকে হত্যা করে।
সিবিএস সংশ্লিষ্ট
ডব্লিউআরইজির উদ্ধৃতি দিয়ে স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানান, বন্দুকধারী
লোকটি তার গাড়িতে করে অন্য বাড়িতে যায় এবং সেখানে সে আরো দুজনকে গুলি করে হত্যা
করে। এ বাড়ি তার বাসভবন বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ তাকে তাড়া করে দ্বিতীয়
একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে গ্রেফতার করে।
ডব্লিউআরইজি জানায়, অন্য দুজনকে সেই স্থানে মৃত অবস্থায় পাওয়া গেছে। মেমফিস ভিত্তিক টিভি স্টেশন অ্যাকশন নিউজ-৫ জানায় অভিযুক্ত হামলাকারীর নাম রিচার্ড ডেল ক্রাম এবং বয়স ৫২ বছর।
- মা.ফা.