বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে আরব আমিরাত

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১৮, ০৩:৫১ অপরাহ্ন

বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার আরো শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে আরব আমিরাত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ থেকে প্রফেশনাল, টেকনোলজিস্ট, নার্স ও কেয়ার গিভার নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আরব আমিরাত।

 

১৫ ফেব্রুয়ারি বিকালে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ভেন্যু মাদিনা জুমাইরার মিনা আল সালামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'র সাথে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়ারের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মন্ত্রীর মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার আরো শ্রমিক নিতে আমিরাতের মন্ত্রী ড.আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়ার আগ্রহ প্রকাশ করেন।

 

বৈঠকে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, মিনিস্টার (লেবার-লোকাল) ফাতেমা জাহান, সংযুক্ত আরব আমিরাতের অ্যাক্টিং এসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি ফর কমিউনিকেশন এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস সায়মা ইউসেফ আলওয়াধ প্রমূখ উপস্থিত ছিলেন।


- মা.ফা.

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework