পদকপ্রাপ্ত জজ এবং নবনিযুক্ত আইন কর্মকর্তাদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ জানুয়ারী ১২, ০১:৩৯ অপরাহ্ন

বার ও বেঞ্চের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে পারস্পরিক সহযোগিতায় বিচারপ্রার্থী জনগণের সুবিচার নিশ্চিত হয়। ফলপ্রসূ বিচার ব্যবস্থার জন্য বিচারক ও আইনজীবী একে অপরের পরিপূরক। বিচারক ও আইনজীবী যেন একই পাখির দুটি ডানা। প্রসিকিউশন, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ‘প্রধান বিচারপতি পদক’ প্রাপ্ত জজ এবং নবনিযুক্ত মহানগর আইন কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা।     

 

১১ জানুয়ারী বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হোটেল সৈকত হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ‘প্রধান বিচারপতি পদক’ প্রাপ্ত মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা ও সিনিয়র সহকারী জজ মোছা. রেশমা খাতুন এবং নবনিযুক্ত ৫৬ আইন কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংর্বধনা কমিটির চেয়ারম্যান মহানগর পিপি এডভোকেট মো. আবদুর রশীদ।

 

সংবর্ধনা কমিটির মহাসচিব এডভোকেট কানু রাম শর্মার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দীন, জিপি নজমুল আহসান খান আলমগীর, জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।


- মা.ফা.

 


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework