৯১তম বারেও জমা পড়ল না তদন্ত প্রতিবেদন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ আগস্ট ২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ এ নিয়ে ৯১তম বারের জন্য পিছিয়ে গেল। মামলাটির তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ করার জন্য আদালতের কাছ থেকে আবারো নতুন তারিখ নিয়েছেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট খন্দকার শফিকুল আলম গতকাল ২৪ আগস্ট আদালতে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে, ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে এ প্রতিবেদন জমা দেয়ার আদেশ প্রদান করেন।

 

এর আগে মামলার তদন্ত শেষ করতে বিলম্ব করায় অসন্তোষ প্রকাশ করেছিল পৃথক দুটি আদালত।

 

বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনিকে ২০১২-এর ১১ ফেব্রুয়ারি ভোরে ঢাকার পশ্চিম রাজাবাজারে তাঁদের ভাড়া বাসায় হত্যা করা হয়।

 

২০১২’র ১৮ এপ্রিল র‌্যাবকে এ মামলা তদন্তের দায়িত্ব দেওয়ার আগে তদন্তভার ন্যস্ত ছিল নগর পুলিশ শেরেবাংলা শাখা এবং পুলিশের গোয়েন্দা শাখার উপর।

 

এ মামলায় সন্দেহভাজন হিসেবে এ পর্যন্ত গ্রেপ্তার ৮ জন হল: রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল হাসান ওরফে অরুণ, আবু সাঈদ, বাড়িটির ২ নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রপাল ও এনামুল হক এবং সাগর-রুনির পারিবারিক বন্ধু বলে কথিত তানভীর রহমান।

 

এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে ছাড়া পেলেও বাকিরা এখনো জেলহাজতে।


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework