চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় গাঁজা ও ফেনসিডিলসহ এক
মাদক পাচারকারীকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। ১৩ জুন মঙ্গলবার বিকালে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখি লাইনে সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে
থেকে উক্ত মাদকের চালান আটক করা হয়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের
ভিত্তিতে মঙ্গলবার বিকালে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক
সোহেল সরকারের নেতৃত্বে মাদকের চালানটি আটক করে পুলিশ। মুহুরীগঞ্জ এলাকা থেকে চট্টগ্রামের একে খান
এলাকায় পাচারের সময় সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে একটি সাদা রংয়ের প্রাইভেট
কারকে (ঢাকা মেট্টো গ, ১১-১৮১৪) থামার সিগনাল দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে। পরে গাড়ীর পেছনের ডিকিতে থাকা ৩টি চটের বস্তায় ১০
টি প্যাকেটে মোট ১৯ কেজি গাঁজা এবং ৩ টি পলিথিনের প্যাকেটে ৭৫ পিস ফেনসিডিল উদ্ধারপূর্বক
জব্দ করা হয়৷ উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এসময় গাড়ীতে করে মাদক
পাচারকারী চালক মিরসরাই থানাধীন গাছবাড়িয়া গ্রামের আহমদ আলী সওদাগর বাড়ীর মোহাম্মদ
জসিম উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন সোহেলকে (২৯) আটক করা হয়।
এবিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সোহেল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমি ফোর্স নিয়ে সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ একজন মাদক পাচারকারীকে আটক করি। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
- নাছির উদ্দিন/মিরসরাই