ভারত সীমান্ত
থেকে ২৪ কেজি গাঁজা কিনে তা রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার পথে উক্ত গাঁজাসহ এক মাদক কারবারিকে
আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
১৩ মার্চ বুধবার
রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ রেল লাইনের পূর্বে রামগড়-ঢাকাগামী সড়কের
তাজমহল হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত গাঁজাসহ আসামীকে আটক করে থানা
পুলিশ।
জোরারগঞ্জ থানা
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন সঙ্গীয়
অফিসার এসআই প্রদীপ কুমার দত্ত, মো. জসিম উদ্দিন, এএসআই মো. সুমন মিয়া, সুজন কান্তিপাল
ও সঙ্গীয় ফোর্স নিয়ে সড়কে অভিযান পরিচালনাকালে মাগুরা জেলার শালিখা থানার ধনেশ্বরকাটি
ইউনিয়নের তিলখড়ি গ্রামের ৫নং ওয়ার্ডের নরেন্দ্র নাথ শীলের ছেলে শংকর শীলকে (৪৪) আটক
করে। সে খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তর্তী এলাকা হতে স্বল্প মূল্যে গাঁজা ক্রয় করে
বেশি মূল্যে বিক্রয় করার উদ্দেশ্যে ঢাকা শহরে নিয়ে যাচ্ছিল। তল্লাশীকালে তার জিম্মায় থাকা ২৪ কেজি গাঁজা উদ্ধার
করে জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা গাঁজার একটি চালান জব্দ করি এসময় মাদক কারবারিকেও আটক করা হয়। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১৯ (গ) ধারার জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে। আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
- নাছির উদ্দিন,
মিরসরাই