মিরসরাইয়ে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৩ ডিসেম্বর ৩০, ০৬:০২ অপরাহ্ন

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুনের নেতৃত্বে এক অভিযানে থানা পুলিশ অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হয় ।

 

৩০ ডিসেম্বর শনিবার ভোর রাতে জোরারগঞ্জ থানার ১নং করেরহাট ইউনিয়নস্থ করেরহাট-খাগড়াছড়ি সড়কের পাশে কালাপানিয়া ব্রীজের পূর্বে লেবু বাগানের পাশ্ববর্তী সেগুন বাগানের ভিতরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃরা হল জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী ইসলামপুর এলাকার নরুল হুদা প্রকাশ কালা মিয়ার ছেলে শাকিল খান (২৩), দূর্গাপুর ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামের দরবেশ আলী ভূঁইয়া বাড়ীর গোলাম রাব্বানীর ছেলে মো. শহিদ মিয়া (৩৯), হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. তাজুল ইসলাম প্রকাশ রানা প্রকাশ লাল চান বাদশা (২২) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসুলপুর গ্রামের স্বর্ণলতা বাড়ী আবু বক্কর ছিদ্দিকের ছেলে মো. আল আমিন (২১)। ধৃত ব্যক্তিদের হেফাজত হতে ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), ১ রাউন্ড কার্তুজ, ১টি রাম দা, ১টি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি, ১টি স্টিলের বাটযুক্ত ধারালো ছুরি ও ১টি প্লাসিকের হাতলযুক্ত রড উদ্ধার করা হয়।

 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন বলেন, ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা উল্লেখিত ঘটনাস্থলে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়েছিল মর্মে স্বীকার করে। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে  চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র হেফাজতে রাখা ও ডাকাতির প্রস্তুতি সংঘটনের চেষ্টার অপরাধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


- নাছির উদ্দিন, মিরসরাই


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework