চট্টগ্রামের লোহাগাড়া এলাকা হতে ৫ টি ওয়ান শুটারগান সহ অস্ত্র ব্যবসায়ী রিয়াদ গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ Jun ২০, ০৪:৫৯ অপরাহ্ন

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মো. রিয়াদ (২৪), পিতা- মো. মোজাফ্ফর, সাং- পদুয়া, থানা- লোহাগাড়া, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-৭।

গত ১৯ জুন র‌্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আটক করে তাকে।

 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে টিনশেড কক্ষের ভিতর মাটির নিচে প্লাস্টিকের বস্তা হতে আটককৃত আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে ৫টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজ এবং ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, বর্ণিত অস্ত্রসমূহ তারা মূলত ৩ ধরনের কাজে ব্যবহার করতো। প্রথমত মাদকদ্রব্য কেনা বেচার সময় বেকআপ দেওয়া, দ্বিতীয়ত তাদের প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাসানোর জন্য এবং তৃতীয়ত নির্বাচন বা বিভিন্ন উপলক্ষ্যে অস্ত্রসমূহ ভাড়া দিত বা অনেকসময় নিজেরাও ভাড়াটে হিসেবে কাজ করত।     

 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


- সংবাদ বিজ্ঞপ্তি

- জা হো ম


প্রধান সম্পাদক : জ্যোতির্ময় নন্দী
প্রধান নির্বাহী :  জামাল হোসাইন মনজু

ব্যবস্থাপনা সম্পাদক :   অভ্র হোসাইন 

প্রকাশক ও চেয়ারম্যান : অর্ক হোসাইন

 

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :

এপিক ইত্তেহাদ পয়েন্ট [লেভেল-৪]

৬১৮ নুর আহমদ রোড

চট্টগ্রাম-৪০০০।

Newsroom :

Phone : 01700 776620, 0241 360833
E-mail : faguntelevision@gmail.com

© ২০২২ Fagun.TV । ফাগুন টেলিভিশন কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত
Design & Developed by Smart Framework